Thursday, May 1, 2025
No menu items!
HomeBanglaস্ট্যাটাসআমারে ভুইলা যাইয়েন না কিছু অসাধারন লাইন- সালমান হাবীব

আমারে ভুইলা যাইয়েন না কিছু অসাধারন লাইন- সালমান হাবীব

আমারে ভুইলা যাইয়েন না কিছু অসাধারন লাইন- সালমান হাবীব

কবি তার কবিতার কিছু অসাধারন লাইন, আমারে ভুইলা যাইয়েন না যা আমার অনেক ভালো লেগেছে তাই শেয়ার করলাম আপনাদের সাথে। হৃদয় ছুয়ে যাবার মতো লাইন। এই লাইন গুলো সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল।

আমারে ভুইলা যাইয়েন না

 আমারে ভুইলা যাইয়েন না

 আমারে ভুইলা যাইয়েন না।

ভুল কইরাও যদি ভুইলা যান,

আমি জানলে কষ্ট পামু।

জীবনে কত অপ্রয়োজনীয় জিনিসই তো

আমরা মনে রাইখা দিই।

এই যেমন দূরে হাটঁতে গিয়া

কবে কোথাও কোন পথে হোঁচট খাইলাম।

অদেখা তারকাটাঁর লাইগা

শখের জামাটা ছিড়াঁ গেল।

ভীরের ভেতর লোকাল বাসে উঠার সময়

না দেখা কেউ একজন হাতটা ধইরা টেনে তুললো।

এমন অপ্রয়োজনীয় অনেক কিছুই থাকে;

যা মনে না রাখলেও চলতো।

কিন্তু আমাদের মনে থাকে।

আপনি আমারে ভুইলা যাইয়েন না প্লিজ!

মনের এক কোণায় রাইখা দিয়েন।

ফুল হয়ে যাওয়া ফোনের স্টোরেজের মতো

যদি কখনো মনের মেমোরি পরিপূর্ণ হইয়া যায়।

যদি স্টোরেজের প্রয়োজনের কোনকিছু ডিলিট করা লাগে,

আপনি অন্যকিছু ডিলিট কইরেন।

তবুও আমারে থাকতে দিয়েন মনে।

যত্নে রাখেন কিংবা অযতনে।

#কবি তার কবিতার

By সালমান হাবীব (কবিতায় গল্প বলা মানুষ)

Disclaimer

www.itblogcorner.com does not own this poem, but collected and shared it online. If you own the poem and want it removed from www.itblogcorner.com, please notify IT Blog Corner and it will be removed within 48 hours.

Contact us:contact@www.itblogcorner.com

Disclaimer: We do not guarantee that the information of this page is 100% accurate and up to date.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

- Advertisment -
- Advertisment -