আসি বলে গেল বন্ধু আইলো না গানের লিরিক্স (সুজন বন্ধুরে চাইলাম,মনে বড় ব্যথা পাইলাম)
আজকের আমরা আসি বলে গেল বন্ধু আইলো না গানের লিরিক্স(সুজন বন্ধুরে চাইলাম,মনে বড় ব্যথা পাইলাম) শেয়ার করবো আপনাদের সাথে। গানটি গেয়েছেন Doly Shaontoni।আসি বলে গেল বন্ধু আইলো না গানটির সঙ্গীত পরিচালনা করেছেন Shah Abdul Karim। আসি বলে গেল বন্ধু আইলো না গানটির লিরিক্স লিখেছেন Shah Abdul Karim।
Song Info:
- Song: Ashi Bole Gelo Bondhu
- Singer: Doly Shaontoni/ডলি সায়ন্তনি
- Lyric & Tune: Shah Abdul Karim
- Label: Soundtek
আসি বলে গেল বন্ধু আইলো না গানের লিরিক্স:
(সুজন বন্ধুরে চাইলাম,মনে বড় ব্যথা পাইলাম)
আসি বলে গেল বন্ধু আইলো না গো
আসি বলে গেল বন্ধু আইলো না
আসি বলে গেল বন্ধু আইলো না গো
আসি বলে গেল বন্ধু আইলো না
যাওয়ার কালে প্রাণ বন্ধে
নয়ন তুলে চাইলো না
যাওয়ার কালে প্রাণ বন্ধে
নয়ন তুলে চাইলো না
আসি বলে গেল বন্ধু আইলো না গো
আসি বলে গেল বন্ধু আইলো না
আসি বলে গেল বন্ধু আইলো না গো
আসি বলে গেল বন্ধু আইলো না
আসবে বলে আশায় রইলাম
আশাতে নিরাশা হইলাম
আসবে বলে আশায় রইলাম
আশাতে নিরাশা হইলাম
বাটাতে পান সাজাই থইলাম
বন্ধু এসে খাইলো না
বাটাতে পান সাজাই থইলাম
বন্ধু এসে খাইলো না
আসি বলে গেল বন্ধু আইলো না গো
আসি বলে গেল বন্ধু আইলো না
আসি বলে গেল বন্ধু আইলো না গো
আসি বলে গেল বন্ধু আইলো না
সুজন বন্ধুরে চাইলাম
মনে বড় ব্যথা পাইলাম
সুজন বন্ধুরে চাইলাম
মনে বড় ব্যথা পাইলাম
আমি শুধু তার গান গাইলাম
সে আমার গান গাইলো না
আমি শুধু তার গান গাইলাম
সে আমার গান গাইলো না
আসি বলে গেল বন্ধু আইলো না গো
আসি বলে গেল বন্ধু আইলো না
আসি বলে গেল বন্ধু আইলো না গো
আসি বলে গেল বন্ধু আইলো না
আব্দুল করিম চিন্তা করে
এই আশাতে যাবে মরে
আব্দুল করিম চিন্তা করে
এই আশাতে যাবে মরে
আসে যদি মরণ পরে
আমারে সে পাইলো না
আসে যদি মরণ পরে
আমারে সে পাইলো না
আসি বলে গেল বন্ধু আইলো না গো
আসি বলে গেল বন্ধু আইলো না
আসি বলে গেল বন্ধু আইলো না গো
আসি বলে গেল বন্ধু আইলো না
যাওয়ার কালে প্রাণ বন্ধে
নয়ন তুলে চাইলো না
যাওয়ার কালে প্রাণ বন্ধে
নয়ন তুলে চাইলো না
আসি বলে গেল বন্ধু আইলো না গো
আসি বলে গেল বন্ধু আইলো না
আসি বলে গেল বন্ধু আইলো না গো
আসি বলে গেল বন্ধু আইলো না
Disclaimer: We do not guarantee that the information of this page is 100% accurate and up to date.