ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা
প্রিয় পাঠক, আজকের ব্লগে আমরা ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা নিয়ে এসেছি আপনাদের জন্য ঈদ মোবারক! ঈদের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে আসছে এক অসাধারণ দিন। প্রতিটি মুসলমানের জীবনে ঈদ একটি বিশেষ দিন।
এই দিনটি আসে আমাদের জীবনে আনন্দ ও খুশির বার্তা নিয়ে। ঈদ মানেই পরিবারের সকলের সাথে একত্রিত হওয়া, বন্ধুদের সাথে খুশি ভাগ করে নেওয়া এবং সবার জন্য শুভকামনা প্রার্থনা করা।
ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা
ঈদুল ফিতর এবং ঈদুল আযহা দুইটি পবিত্র দিন আমাদের জন্য নিয়ে আসে অসীম আনন্দ এবং শান্তি। ঈদুল ফিতর রমজান মাসের দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর আসে, যা আমাদেরকে শুদ্ধি ও সংযমের শিক্ষার সাথে সাথে ধৈর্য এবং ত্যাগের গুরুত্ব উপলব্ধি করায়। অপরদিকে, ঈদুল আযহা আমাদেরকে ত্যাগ ও কুরবানির মহিমা স্মরণ করিয়ে দেয়।
ঈদের দিনে আমরা সবাই নতুন পোশাক পরে, মসজিদে গিয়ে ঈদের নামাজ আদায় করি এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। এরপর শুরু হয় ঈদের সেলামি, মিষ্টি মুখ এবং একে অপরকে ঈদের শুভেচ্ছা জানানো।
এই দিনটিতে আমরা আমাদের প্রিয়জনদের সাথে সময় কাটাই এবং তাদের সাথে আনন্দ ভাগাভাগি করি। সব মিলিয়ে ঈদ আমাদের জীবনে এক অন্যরকম খুশির পরশ এনে দেয়।
তাই আসুন, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা উপলক্ষে আমরা সবাই মিলে একে অপরের প্রতি সহানুভূতি এবং ভালবাসা প্রদর্শন করি, এবং ঈদের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেই। ঈদ মোবারক!
ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা
ঈদের চাঁদ আকাশে, সালামি দিন বিকাশে।
টাকা না থাকলে পকেটে, সালামি দিন রকেটে।
ঈদ এলো জগতে, সালামি দিন নগদে।
থাকি ঈদের দিন আশাতে, যদি সালামি পাই উপায়ে।
বিকাশ আছে, নগদ আছে, সালামি না দিলে খবর আছে।
⇝⇝⇝⇝⇝⇝⇝⇜⇜⇜⇜⇜⇜⇜
দুরের মানুষ আসুক কাছে
কাছের জন থাকুক পাশে
মন ছুটে যাক মনের টানে
নয়া চান্দের আগমনে
ঈদ কাটুল খুশী মনে
** ঈদ মোবারাক **
⇝⇝⇝⇝⇝⇝⇝⇜⇜⇜⇜⇜⇜⇜
ফুল সুবাস দেয়,
দৃষ্টি মন চুরি করে,
খুশি আমাদের হাসায়,
দুঃখ আমাদের কাদায়,
আর আমার এই এসএমএস তোমাকে ঈদের শুভেচ্ছা জানায়।
“ঈদ মোবারাক”!
ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা
⇝⇝⇝⇝⇝⇝⇝⇜⇜⇜⇜⇜⇜⇜
চেয়ে দেখো, নীল আকাশ
চাঁদ উঠেছে, ঈদ এর চাঁদ
খুশীর বার্তা নিয়ে
সেই খুশিতে মোদের বাড়ি
দাওয়াত দিলাম আসিতে
⇝⇝⇝⇝⇝⇝⇝⇜⇜⇜⇜⇜⇜⇜
ভোর হলো দোর খোল,
চোখ মেলে দেখরে।
রোযা শেষ রোযা শেষ,
ঈদ চলে এলো রে।
নতুন জামা পড়বে, হাসি খুশি থাকবে .
ঈদ চলে এলো সবার দুয়ারে।
শুভেচ্ছা রইলো সবাইকে .
ঈদ মোবারক ।
⇝⇝⇝⇝⇝⇝⇝⇜⇜⇜⇜⇜⇜⇜
ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা
ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস
নীল আকাশে ঈদের চাঁদ
ঈদের আগে চাঁদনী রাত
ঈদ হলো খুশীর দিন
দাওয়াত রইলো ঈদের দিন,
ভালো থেকো সীমাহীন ।
ঈদের দিনটা তোমার হোক রঙিন
ঈদ মোবারক
⇝⇝⇝⇝⇝⇝⇝⇜⇜⇜⇜⇜⇜⇜
ঈদ মোবারক স্ট্যাটাস
হ্যালো প্রিয় এন্ড প্রিয়তম,
আর মাত্র কয়েক দিন |
আসছে সবার খুশির দিন !
নতুন জামা কিনে নিন,
সময় নেই বেশি দিন|
দাওয়াত রইল অগ্রিম,
আসবেন কিন্তু ঈদের দিন,
অপেক্ষায় থাকবো সারাদিন..
ঈদ মোবারক
⇝⇝⇝⇝⇝⇝⇝⇜⇜⇜⇜⇜⇜⇜
ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা
রং লেগেছে মনে মধুর এই ক্ষনে, তোমায় আমি রাংগিয়ে দিবো এই ঈদের দিন, ”ঈদ মোবারক”
⇝⇝⇝⇝⇝⇝⇝⇜⇜⇜⇜⇜⇜⇜
বন্ধু তুমি অনেক দূরে, তাই তোমার কথা মনে পরে, সুন্দর এই সময় কাটুক খুশিতে, সব কষ্ট ভুলে যেও আপনজনের হাসিতে, “ঈদ মোবারক”
⇝⇝⇝⇝⇝⇝⇝⇜⇜⇜⇜⇜⇜⇜
তোর ইচ্ছে গুলো উরে চলুক পাখনা দুটি মেলে, দিন গুলি তোর যাকনা কেটে এমনি হেসে খেলে, অপূর্ন না থাকে যেন তোর কোনো শখ, এই কামনায় বন্ধু তোকে ঈদ মোবারক
⇝⇝⇝⇝⇝⇝⇝⇜⇜⇜⇜⇜⇜⇜
ঈদ মোবারক স্ট্যাটাস
হাঁসের ডিম মুরগির ডিম
“দেখা হবে ঈদের দিন”
ঈদ মানে আনন্দ ‘ঈদ মানে খুশি’
ঈদের দাওয়াত না দিলে
মারবো একটা ঘুষি!
⇝⇝⇝⇝⇝⇝⇝⇜⇜⇜⇜⇜⇜⇜
ঈদ মোবারক স্ট্যাটাস
মন চাইছে কারো সাথে কথা বলি।
মন চাইছে কোন প্রিয়জনকে স্মরণ করি।
ঈদ মোবারক বলার সিদ্ধান্ত যখন নিলাম।
ভাবলাম তোমাকে দিয়েই শুরু করি ।
⇝⇝⇝⇝⇝⇝⇝⇜⇜⇜⇜⇜⇜⇜
ঈদ মোবারক স্ট্যাটাস
ইচ্ছে করে বলতে তোমায় সত্যি ভালোবাসি,
বলতাম ঠিকই থাকলে তুমি আমার পাশাপাশি।
কোন দূরেতে আছিস বন্ধু আয়না আমার কাছে,
আজকের দিনে তোকে আমার পরছে খুব মনে।
ঈদ মোবারক।
⇝⇝⇝⇝⇝⇝⇝⇜⇜⇜⇜⇜⇜⇜
কিছু কথা না বলা থেকে যায়,
কিছু ভাষা বর্ণনা হীন হয়
তবে ঈদের দিন সব প্রান খুলে বলা যায়,
এসো প্রান খুলে আজ সবাই বলি
ঈদ মোবারাক বন্ধু ।
ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা
⇝⇝⇝⇝⇝⇝⇝⇜⇜⇜⇜⇜⇜⇜
ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা
তোর ইচ্ছাগুলো উড়ে বেড়াক পাখনা দুটি মেলে,
দিনগুলি তোর যাকনা কেটে এমনি হেসে খেলে।
অপূর্ণ না থাকে যেন তোর কোন সুখ,
এই কামনায় ঈদ মোবারক।
⇝⇝⇝⇝⇝⇝⇝⇜⇜⇜⇜⇜⇜⇜
রিমঝিম এই বৃষ্টিতে,
ঈদ কাটাবো সৃষ্টিতে.
খুশির হাওয়া লাগলো মনে,
নাচবে খুকি ক্ষণে ক্ষণে
সাজবে সবাই নতুন পোশাক,
ঈদ যেন সারা জীবন রয়ে যাক
“ঈদ মোবারক”!
ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা
⇝⇝⇝⇝⇝⇝⇝⇜⇜⇜⇜⇜⇜⇜
ভোর হলো দুর চোখ খুলে দেখরে_
রোজা শেষ রোজা শেষ ঈদ চলে এলোরে_
নতুন জামা পরব রে সবাই মিলে গুরবরে_
সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা_
ঈদ মোবারক
⇝⇝⇝⇝⇝⇝⇝⇜⇜⇜⇜⇜⇜⇜
সারাদিন ছিলাম বিজি
এখন আমি ইজি
এড্রেস দাও তাড়াতাড়ি
কালকে যাবো তোমার বাড়ি
ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা
⇝⇝⇝⇝⇝⇝⇝⇜⇜⇜⇜⇜⇜⇜
নতুন সকাল নতুন দিন। শুভ হোক ঈদের দিন।নতুন রাত বাকা চাঁদ। রঙ্গীন হোক ঈদের রাত।……….. ঈদ মোবারক ……..
⇝⇝⇝⇝⇝⇝⇝⇜⇜⇜⇜⇜⇜⇜
পড়েছে আজ চাঁদের নজর,তাইতো পেলাম ঈদের খবর।হাসছে চাঁদ আজ জুড়ে আকাশ,সবাই পেলো ঈদের বাতাস।সবাইকে ঈদের শুভেচ্ছা।_ঈদ মোবারক
⇝⇝⇝⇝⇝⇝⇝⇜⇜⇜⇜⇜⇜⇜
ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা
কিছু কথা অব্যাক্ত রয়ে যায়, কিছু অনুভূতি মনের মাঝে থেকে যায়, কিছু স্মৃতি নিরবে কেদে যায়, শুধু এই একটি দিন সব ভুলিয়ে দেয় ” ঈদ মোবারক ”
⇝⇝⇝⇝⇝⇝⇝⇜⇜⇜⇜⇜⇜⇜
আনন্দের এই সময় গুলো, কাটুক থেমে থেমে । বছর জুড়ে তোমার তরে, ঈদ আসুক নেমে । “ঈদ মোবারক”
ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা
⇝⇝⇝⇝⇝⇝⇝⇜⇜⇜⇜⇜⇜⇜
নতুন পোশাক পরে নিও, বেশি করে ঈদের সেলামী নিও । সেমাই খেও পেট ভরে ঘুরাফেরা করো মন ভরে । ঈদ মোবারাক বলো প্রাণ খুলে ।
⇝⇝⇝⇝⇝⇝⇝⇜⇜⇜⇜⇜⇜⇜
তোর ইচ্ছাগুলো উড়ে বেড়াক পাখনা দুটি মেলে, দিনগুলি তোর যাকনা কেটে এমনি হেসে খেলে। অপূর্ণ না থাকে যেন তোর কোন সুখ, এই কামনায় ঈদ মোবারক।
⇝⇝⇝⇝⇝⇝⇝⇜⇜⇜⇜⇜⇜⇜
ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা
মন চাইছে কারো সাথে কথা বলি।
মন চাইছে কোন প্রিয়জনকে স্মরণ করি।
ঈদ মোবারক বলার সিদ্ধান্ত যখন নিলাম।
ভাবলাম তোমাকে দিয়েই শুরু করি ।
ঈদ মোবারক
⇝⇝⇝⇝⇝⇝⇝⇜⇜⇜⇜⇜⇜⇜
রঙ লেগেছে মনে। মধুর এই খনে।
তোমায় আমি রাঙ্গিয়ে দিবো ঈদের এই দিনে।
“ঈদ মোবারাক”!
⇝⇝⇝⇝⇝⇝⇝⇜⇜⇜⇜⇜⇜⇜
ঈদের দাওয়াত তোমার তরে, আসবে তুমি আমার ঘরে। কবুল করো আমার দাওয়াত, না করলে পাবো আঘাত। তখন কিন্তু দেবো আড়ি, যাবো না আর তোমার বাড়ি। ঈদ মোবারক সবাই কে ঈদের অভিনন্দন
⇝⇝⇝⇝⇝⇝⇝⇜⇜⇜⇜⇜⇜⇜
ঈদ আনে বস্তা ভর্তি খুশি, তাই তুমি খেয়ো পেট পুরে পোলাও আর খাশি। তাই বলে ঈদ কখনো হবে না বাসি, ঈদ মোবারক।
⇝⇝⇝⇝⇝⇝⇝⇜⇜⇜⇜⇜⇜⇜
শেষকথা,
প্রিয় পাঠক, ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা আর্টিকেল টি ভালো লাগলে আপনার পরিচিতদেরকে শেয়ার করুন। আপনার কোনো মন্তব্য থাকলে জানান। ধন্যবাদ সবাইকে।
Disclaimer: We do not guarantee that the information of this page is 100% accurate and up to date.
I blog frequently aand I genuinely thank you for yur content.
This great article has really peaked my interest. I am going to
book mark your website and keep checking for neew information about once a week.
I subscribed to your Feed aas well. http://boyarka-inform.com/