Saturday, August 2, 2025
No menu items!
HomeBanglaপূজা ও উৎসর্গউপগুপ্ত মহাথের বন্দনা,উপগুপ্ত ভন্তেকে আমন্ত্রণের ব্রত ও উপগুপ্ত পূজা

উপগুপ্ত মহাথের বন্দনা,উপগুপ্ত ভন্তেকে আমন্ত্রণের ব্রত ও উপগুপ্ত পূজা

 উপগুপ্ত মহাথের বন্দনা,উপগুপ্ত ভন্তেকে আমন্ত্রণের ব্রত ও উপগুপ্ত পূজা

উপগুপ্ত মহাথের বন্দনা

 উপগুপ্ত মহাথের বন্দনা

ওকাস বন্দামি ভন্তে ইদ্ধিমন্তো জ্যোতিমন্তো মহামারং পমাদ্দনো উপগুপ্ত মহাথেরাস্স অহং বন্দামি সব্বদা। 

দুতিযম্পি, ওকাস বন্দামি ভন্তে ইদ্ধিমন্তো জ্যোতিমন্তো মহামারং পমাদ্দনো উপগুপ্ত মহাথেরাস্স অহং বন্দামি সব্বদা।

 ততিযম্পি, ওকাস বন্দামি ভন্তে ইদ্ধিমন্তো জ্যোতিমন্তো মহামারং পমাদ্দনো উপগুপ্ত মহাথেরাস্স অহং বন্দামি সব্বদা।

উপগুপ্ত ভন্তেকে আমন্ত্রণের ব্রত

 
যে কোন পুন্যময় সভা ও অনুষ্ঠানাদিতে ঝড়, বৃষ্টি জাতীয় অন্ত রায় ও অন্যান্য যে কোন উপদ্রব দুর্ঘটনাদি মুক্ত হয়ে নিরাপদে নির্বিঘ্নে অনুষ্ঠান শেষ করার জন্য মহাঋদ্ধিমান অরহত উপগুপ্ত ভন্তেকে আমন্ত্রণ বন্দনা ও পূজার ব্রতটি পালন করা উচিত তাহা নিম্নরূপ। 
 
(১) উপাসক-উপাসিকাদের মধ্যে যাহারা ধর্মপ্রাণ কমপক্ষে চারজন বা তিনজন অনুষ্ঠানের পাঁচদিন পূর্বে থেকে, পাঁচদিন অষ্টাঙ্গ উপোসথ শীল গ্রহণ ও পালন করতে হবে, অতি সুন্দর ভাবে। 
 
(২) এই পাঁচদিন পর্যন্ত অনুষ্ঠানের পাশে অথবা নিকটবর্তী জলে বা কোন পবিত্র স্থানে পৃথক ভাবে পূজার আসন তৈরী করে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় শীল অধিষ্ঠান কারীগণকে শুধুমাত্র ফুল প্রদীপও সুগন্ধি দ্বারা পূজা করতে হবে। 
 

(৩) পাঁচদিন ধরে সুন্দর ভাবে পূজা করে শেষদিনও একই নিয়মে উপগুপ্ত ভন্তেকে পূজা বন্দনা ও কৃতজ্ঞতা জানায়ে বিদায় নিতে হবে এবং কামনা করতে হবে ভবিষ্যতে যে কোন বিপদ থেকে রক্ষা পাওয়া যায়।

উপগুপ্ত মহাথের বন্দনা

উপগুপ্ত পূজা

ইতিপি সো অরহং ইদ্ধিমন্তো জ্যোতিমন্তো মহামারং পমদ্দনো উপগুপ্ত নাম মহাথেরং ইমেহি নানাবিধেহি খজ্জভোজ্জহি দীপেহিত, ধুপেহি, পুপফেহি, উদকেহি তাম্বুলেহি, লাজেহি, ফলামূলেহি, মধুহি, সপ্পিহি নবনীতেহি, ফানিতেহি, আগ্গরসেহি, নানা বিধেহি পূজোপচারেহি পূজেমি পূজেমি পূজেহি।
 
ইমিনা পূজা সাক্করানু ভাবেনা যাব নিব্বারস্স পত্তিতাব জাতি জাতিযং সুখ সম্পত্তি সমঙ্গি ভূতেন সংসারিত্বা নিব্বাণং পাপুনিতং পথনং করোমি।

Disclaimer: We do not guarantee that the information of this page is 100% accurate and up to date.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

- Advertisment -
- Advertisment -