Wednesday, April 30, 2025
No menu items!
HomeBanglaবন্দনা পর্বচৈত্য বন্দনা | দন্তধাতু বন্দনা | বুদ্ধের পদচিহ্ন বন্দনা ও বাংলা ‍অনুবাদসহ

চৈত্য বন্দনা | দন্তধাতু বন্দনা | বুদ্ধের পদচিহ্ন বন্দনা ও বাংলা ‍অনুবাদসহ

চৈত্য বন্দনা | দন্তধাতু বন্দনা | বুদ্ধের পদচিহ্ন বন্দনা ও বাংলা ‍অনুবাদসহ

চৈত্য বন্দনা

বন্দামি চেতিযং সব্বং সব্বটঠানেসু পতিটঠিতং, সারীরিক ধাতুং মহাবোধিং বুদ্ধরূপং সকলং সদা। 

অনুবাদঃ-

 সকল স্থানে প্রতিষ্ঠিত বুদ্ধের শারীরিক ধাতু-চৈত্য মহাবোধি ও সমস্ত বুদ্ধ প্রতিমূর্তিকে আমি সর্বদা বন্দনা করিতেছি।

দন্তধাতু বন্দনা

একা দাঠা তিদসপুরে, একা নাগপুরে অহু, একা গান্ধার বিসযে, একাসি পুন সীহলে। চতসসো তা মহাদাঠা, নিব্বাণ রস দীপিকা: পূজিতা নরদেবেহি, তাপি বন্দামি ধাতুযো।

চৈত্য বন্দনা | দন্তধাতু বন্দনা | বুদ্ধের পদচিহ্ন বন্দনা ও বাংলা ‍অনুবাদসহ

অনুবাদঃ- 

বুদ্ধের একটি দন্ত তাবতিংস স্বর্গে, একটি নাগ লোকে, একটি গান্ধার দেশে ও একটি সিংহলে আছে। নরদেব পূজিত নির্বাণ রস প্রদায়ক সেই চারি শ্রেষ্ঠ দন্ত ধাতুকে বন্দনা করিতেছি।

বুদ্ধের পদচিহ্ন বন্দনা

যং নম্মদায় নদীয়া পুলিনে চ তীরে: যং সচ্চবদ্ধগিরিকে সুমনা চ লগ্নে, যং তথ যোনক পুরে মুনিনো চ পাদংঃ তং পদ লাঞ্ছনবরং সিরসা নমামি।

অনুবাদঃ- 

নর্মদা নদীর তীরে, সত্য বন্ধ গিরিতে, সুমন পর্বতে ও যোনক পুরে (আরব দেশে) বুদ্ধ মুনির যেই সমস্ত পদচিহ্ন আছে তাহাকে অবনত শিরে নমস্কার করিতেছি।

Disclaimer: We do not guarantee that the information of this page is 100% accurate and up to date.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

- Advertisment -
- Advertisment -