তুমি ভাল থেকো গানের লিরিক্স
Song Info:
- Song Name : Tumi Bhalo Theko
- Singer : Rishi Panda
- Composition : Barenya Saha
- Lyrics : Somraj Das And Barenya Saha
- Music Programming : Barenya Saha
- Guitars : Jakiruddin Khan
- Mixing & Mastering : Rupak Tiary
- Direction : Rohan And Mukul
- DOP : Rohan Kumar Paul
- Edit : Rohan Kumar Paul
- Production House : Bila Boy Entertainment
- Music on : Zee Music Company
তুমি ভাল থেকো গানের লিরিক্স :
তুমি বলেছিলে ছেড়ে যাবে না
তুমি বলেছিলে এ পথ হারাবে না,
তবে কেন শীতঘুমে, অনুভূতি মিশ্রনে
বিষন্ন চিরকুটে আমাদের রাত নামে।
কেন বলেছিলে বিরহেরা আসবে না
কেন বলেছিলে পিছুটানে রাখবে না,
শব্দের মিছিল অবিরাম এই ইচ্ছেরা
ছেড়ে গেছে আবদারও,
খামোখাই মন মরা,
তাকে শুধু ভালো রেখো
যার জন্য ছেড়ে গেলে আমাকে,
তুমি শুধু ভালো থেকো, ভালো রেখো।
মুঠো করে তালুর নিচে
রুমালেতে নাম লিখে স্টিচে,
কিছু অহেতুক ইচ্ছেরা আসে
রোদ পোহাতে তোমার আকাশে,
মোম গল্লেই আঁধার যে নামে
একা স্বপ্নেরা বাঁচে বুকের বাঁ পাশে,
তোমাকে পেয়েও হারিয়ে ফেলেছি
মিঠে রোদে এই অবেলাতে।
শব্দের মিছিল অবিরাম এই ইচ্ছেরা
ছেড়ে গেছে আবদারও,
খামোখাই মন মরা,
তাকে শুধু ভালো রেখো
যার জন্য ছেড়ে গেলে আমাকে,
তুমি শুধু ভালো থেকো, ভালো রেখো।
Tumi Bhalo Theko Lyrics In English :
Tumi bolechile chere jabe na
Tumi bolechile e poth harabe na
Tobe keno shitghume anubhuti mishrone
Bishonno chirkute amader raat naame
Keno bolechile birohera ashbe na
Keno bolechile pichutaane rakhbe na
Shobder michil obiram ei icchera
Chere geche aabdar o
Khamokhai mon mora
Taake shudhu bhalo rekho
Jaar jonno chere gele amake
Tumi sudhu valo theko valo rekho
Mutho kore taalur niche
Rumalete naam likhe stich e
Kichu ohetuk icchera ashe
Rod pohate tomar akashe
Mom gollei andhar je naame
Eka shopnera banche buker baa pashe
TOmake peyeo hariye felechi
Mithe rode ei obelate
শেষকথা,
আজকের তুমি ভাল থেকো গানের লিরিক্সটি আপনার কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানান।পোষ্টটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করুন। আজকের পোষ্ট এর শেষ পযর্ন্ত থাকার জন্য আপনাকে ধন্যবাদ।
Disclaimer: We do not guarantee that the information of this page is 100% accurate and up to date.