Wednesday, April 30, 2025
No menu items!
HomeBanglaবন্দনা পর্বধর্মের ছয়গুণ এবং সঙ্ঘের নয়গুণ বন্দনা পালি ও বাংলা অনুবাদসহ

ধর্মের ছয়গুণ এবং সঙ্ঘের নয়গুণ বন্দনা পালি ও বাংলা অনুবাদসহ

ধর্মের ছয়গুণ এবং সঙ্ঘের নয়গুণ বন্দনা পালি ও বাংলা অনুবাদসহ

ধর্মের ছয়গুণ এবং সঙ্ঘের নয়গুণ বন্দনা পালি ও বাংলা অনুবাদসহ
 

ধর্মের ছয়গুণ বন্দনা

স্বাক্খাতো ভগবতা ধম্মো, সন্দিটঠিকো, অকালিকা, 

এহিপস্সিকো, ওপাইনাযিকো পচ্চত্তং বেদিতব্বো বিঞঞুহীতি।

ধম্মং জীবিতপরিযন্তং সরণং গচ্ছামি।

যে চ ধম্মা অতীতা চ, যে চ ধম্মা অনাগতা, 

পচ্চুপ্পন্না চ যে ধম্মা, অহং বন্দামি সব্বদা।

নত্থিমে সরণং অঞ্ঞং, ধম্মো মে সরণং বরং, 

এতেন সচ্চবজ্জেন, হোতু মে জযমঙ্গলং। 

উত্তমঙ্গেন বন্দে’হং ধম্মঞ্চ তিবিধং বরং। 

ধম্মো যে খলিতো দোসো, ধম্মো খমতু তং মমং।

ধর্মের ছয়গুণ বন্দনা বাংলা অনুবাদঃ- 

ভগবান বুদ্ধ কর্তৃক ধর্ম সুন্দর রূপে ব্যাখ্যাত, ধর্ম স্বয়ং দর্শনীয়, ফল প্রদানে কালাকাল বিরহিত, এই ধর্ম “এস দেখ” বলিবার যোগ্য, নির্বাণ প্রাপক বিজ্ঞগণের স্বয়ং জ্ঞাতব্য। 

(১) যতদিন আমার নির্বাণ লাভ না হয় ততদিনের জন্য আমি ধর্মের শরণ গ্রহণ করিতেছি।

 (২) অতীত, অনাগত ও বর্তমানে বুদ্ধ দেশিত যেই ধর্ম সমূহ আছে, এই ধর্মসমূহকে আমি সর্বদা বন্দনা করিতেছি। 

(৩) আমার অন্য কোন শরণ নাই, ধর্মই আমার শ্রেষ্ঠ শরণ এই সত্যবাক্য দ্বারা আমার জয় মঙ্গল হউক। 

(৪) প্রতিপত্তি, পরিয়ত্তি ও প্রতিবেদ এই ত্রিবিধ শ্রেষ্ঠ ধর্মকে আমি অবনত মস্তকে বন্দনা করিতেছি, স্খলিত চিত্তে ধর্মের প্রতি যাহা দোষ করিয়াছি ধর্ম! তাহা আমাকে ক্ষমা করুন।

সঙ্ঘের নয়গুণ বন্দনা

সুপটিপন্নো ভগবতো সাবকসঙ্গো, উজুপটিপন্নো ভগবতো সাবকসঙ্গো, 

ঞাযপটিপন্নো ভগবতো সাবকসঙ্গো, সামীচি পটিপন্নো ভগবতো সাবকসঙ্গো, 

যদিদং চত্তারি পরিসযুগানি, আট্ঠাপুরিসপুগগলা, এস ভগবতো সাবকসঙ্গো, 

অহুণেয্যো পাহুনেয্যো, দকখিনেয্যো, অঞ্জলি করণীয্যো, 

অনুত্তরং পুঞ্ঞক্খত্তং লোকস্সতি। 

সংঘং জীবিতপরিযন্তং সরণং গচ্ছামি।

যে চ সঙ্ঘা অতীতা চ, যে সঙ্ঘা অনাগতা, 

পচ্চুপ্পন্না চ যে সঙ্ঘা, অহং বন্দামি সব্বদা।

নত্থি মে সরণং অঞ্ঞং, সঙ্ঘো মে সরণং বরং, 

এতেন সচ্চবজ্জেন, হোতুমে জযমঙ্গলং।

উত্তমঙ্গেন বন্দে’হং সঙ্ঘঞ্চা দ্বিবিধুত্তমং, 

সঙ্ঘে যো খলিতো দোসো, সঙ্ঘো খমতু তং মমং।

সঙ্ঘের নয়গুণ বন্দনা বাংলা অনুবাদঃ- 

ভগবানের শ্রাবক সংঘ সুপ্রতিপন্ন, ভগবানের শ্রাবক সংঘ উজুপথ প্রতিপন্ন, ন্যায় প্রতিপন্ন, নির্বাণ পথগামী, সমীচিন উত্তম প্রতি পর্দায় প্রতিপন্ন এই চারি পুরুষ যুগল আট শ্রেণিতে সুবিভক্ত। আহুতি লাভের যোগ্য পাত্র, সৎকার যোগ্য বা দানের উপযুক্ত পাত্র, দক্ষিণা গ্রহণের যোগ্য বলিয়া সংঘো দক্ষিণেয়্য নমস্কার করিবার যোগ্য পাত্র বলিয়া সংঘো অঞ্জলি করণীয়, দেবনরের সর্বশ্রেষ্ঠ পুণ্য ক্ষেত্র সংঘো। 

(১) যতদিন আমার নির্বাণ লাভ না হয় ততদিনের জন্য আমি সংঘের শরণ গ্রহণ করিতেছি। 

(২) অতীত, অনাগত ও বর্তমানে যেই সংঘ আছেন, আমি তাহাদিগকে সর্বদা বন্দনা করিতেছি। 

(৩) আমার অন্য কোন শরণ নাই, সংঘই আমার শ্রেষ্ঠ শরণ, এই সত্যবাক্য দ্বারা আমার জয় মঙ্গল হউক। 

(৪) আমি সম্মতি ও পরমার্থ এই দ্বিবিধ সংঘকে উত্তমাঙ্গ দ্বারা বন্দনা করিতেছি। স্খলিত চিত্তে কোন দোষ করিয়া থাকিলে, হে সংঘ! তাহা আমাকে ক্ষমা করুন।

শেষকথা,

আপনি যদি  একজন বৌদ্ধ হন এই বৌদ্ধধর্মীয় পোষ্টগুলো আপনার পরিচিত দেরকে শেয়ার করুন। 

Disclaimer: We do not guarantee that the information of this page is 100% accurate and up to date.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

- Advertisment -
- Advertisment -